Oro Care
- Price: TK. 300
- Pole/Point: 10
আপনার প্রিয় টুথ পেস্ট এর একটি উপাদান এর নাম " ট্রাইক্লোসান" তা কি জানেন? কিন্তু এর সাইড ইফেক্ট কি তাতো জানেন না। গুগল এ লিখুন -Triclosan: Is this Hazardous Toxin in Your Toothpaste?" দেখুন না কি লিখা আছে।
আপনি জানেন কি আপনার টুথ পেস্ট এ ব্যবহৃত উপাদান গুলি আপনার দাত বা শরীরের কি কি ক্ষতি করছে? গুগুলে খুজে দেখুন আপানার দাত ব্রাস করার সময় যে ফেনা উৎপন্ন হয় তার নাম " সোডিয়াম লরাইল সাল্ফেট"। গুগলে লিখুন Disadvantage of sodiam loreayl sulfate " লিখে এন্টার দিন।
নিজেই দেখুন এটা কি, কি কাজ করে, শরীরের কি ক্ষতি করে।
ওরো কেয়ার-
======================
মানব দেহে রোগ সৃষ্টিকারী প্রায় ৭০০ প্রজাতির ব্যাকটেরিয়ার মধ্যে প্রায় ৩৫০ প্রজাতির বেক্টেরিয়া মুখ গহবরে অবস্থাঙ্করে বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি করে ও বিস্তার ঘটায়। ওরো কেয়ার প্রায় ৯০% বেক্টেরিয়া নিধনে সক্ষম, তাছাড়া মাশ্রুম এ রয়েছে Xylitol যা দাঁতের এনামেল ভেদ করে দাঁতের গভীরে বিভিন্ন খনিজ উপাদান, ক্যালসিয়াম, ফস্ফরাস ইত্তাদি সরবরাহ করে দাঁতকে মজবুত করে এবং দাতে গর্ত সৃষ্টিকারী St.Mutans ব্যাকটেরিয়ার বংশব্রিদ্ধিতে বাঁধা সৃষ্টি করে।এছাড়া দাঁত বেথা, মাড়ি ফোলা, রক্ত পড়া, মুখের দুর্গন্ধ দূর করে। মোট কথা মুখ গহব্বরের Ph মাত্রা ক্ষারীয় করার মাধধমে যাবতীয় রোগ প্রতিরোধ ও প্রতিকারে গুরুত্তপূরন ভুমিকা পালন করে।
উপাদানঃ কেলসিয়াম অক্সাইড, কেলসিয়াম কারবোনেট, প্রাকৃতিক উতসজাত কেটেসিন, মাসরুম পাঊডার ও আরো বিভিন্ন উপাদান।
বেবহারবিধিঃ ১-২ গ্রাম পাউডার দিয়ে দাঁত ব্রাশ করে ৪/৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।